November 21, 2024

বায়ু দূষণে ঢাকা অধিকার করেছে নবম স্থান

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বিশ্বের ১২১টি শহরের মধ্যে বায়ুদূষণে রাজধানী ঢাকার অবস্থান নবম। এসময় ঢাকার আইকিউএয়ারের বাতাসের মানসূচকে স্কোর ১৭০। বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হচ্ছে। গতদিন এই রকম সময়ে ঢাকার অবস্থান ছিল চতুর্থ, বায়ু ছিল অস্বাস্থ্যকর। বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে অবগত করে। আজ সকাল সাড়ে ৮টার দিকে বায়ুদূষণে প্রথম অবস্থানে ছিল পাকিস্তানের লাহোর, স্কোর ৬৯২।

আর দ্বিতীয় স্থানে ছিল ভারতের দিল্লি, স্কোর ছিল ৫০৫। ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর। এই বায়ু যেকোনো মানুষের জন্যই ক্ষতিকর। ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা ২.৫-এর উপস্থিতি। আজ ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানমাত্রার চেয়ে ১৬ শতাংশ বেশি। তবে সুরক্ষা পেতে আইকিউএয়ারের পরামর্শ ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম যতটা সম্ভব এড়াতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *