বর্ষা আসতেই মাছ ধরার চাঁই কেনার হিড়িক জেলার বিভিন্ন জায়গায়

বর্ষার শুরুতেই পিরোজপুরে জমে উঠেছে মাছ ধরার চাঁইয়ের হাট। জেলার বিভিন্ন উপজেলায় সপ্তাহে দুদিন বসছে এ হাট। বিক্রির ধুম থাকলেও বিক্রেতারা বলছেন, উৎপাদন খরচ বাড়ায় সে অনুযায়ী ন্যায্য মূল্যে বিক্রি করতে পারছেন না তারা। ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এ পেশায় টিকে থাকতে তারা সরকারের সহযোগিতা কামনা করেন, পিরোজপুরে বর্ষা এলে মাছ ধরার চাঁইয়ের বেচাকেনা বেড়ে যায়। বর্ষায় গ্রামবাংলার জনজীবনে আসে এক বিশেষ ব্যস্ততা।
নতুন পানিতে ভরে ওঠা খাল, বিল, নদীনালা ও ধানক্ষেতের জলাশয়ে ছুটে আসে দেশীয় নানা প্রজাতির মিঠাপানির মাছ, ঠিক তখনই বাড়ে মাছ ধরার হিড়িক। কেউ বিক্রি করছেন, কেউ অর্ডার নিয়ে তৈরি করছেন নতুন চাঁই। হাটে চাঁই কিনতে এসেছেন আশপাশের কৃষক ও জেলেরা। বিভিন্ন আকার-আকৃতির এসব চাইয়ের দাম ২০০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে। পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহসানুল কবির বলেন, পিরোজপুরের চাঁইয়ের হাট বহু বছরের পুরোনো। এই হাট আগে অনেক বেশি জমজমাট ছিল। আধুনিকতার কারণে মাছ ধরার এই সরঞ্জামটি দিনে দিনে হারিয়ে যাচ্ছে।