মানুষের মধ্যে প্লাস্টিক দূষণ রোধে জনসচেতনতা বারাচ্ছে বাংলাদেশ
প্লাস্টিক দূষণ রোধ ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। এর ধারাবাহিকতায় গত ১৮ ও ১৯ নভেম্বর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ, সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিকাল ইনফরমেশন সার্ভিসেসের (সিইজিআইএস) সহযোগিতায় দক্ষিণের জেলা পটুয়াখালীতে সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি চালানো হয়। শুরুতে পটুয়াখালী সরকারি জুবিলী বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে প্লাস্টিক দূষণের সচেতনতামূলক একটি সেমিনার ও মতবিনিময় সভা হয়।
এরপর পটুয়াখালীর জেলা প্রশাসকের সঙ্গে আরও একটি মতবিনিময় সভা হয়। স্থানীয় জনগণ, দোকান মালিক ও ক্রেতাদের সঙ্গে ঘুরে ঘুরে কথা বলে তাদের সচেতন করা হয়। তাদের মূলত পাট, কাগজ ও কাপড়জাত দ্রব্য ব্যবহারের প্রয়োজনীয়তাই বোঝানো হচ্ছে। সকালে কুয়াকাটা সৈকতের ছয় কিলোমিটার এলাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। দূষণের ভয়াবহতা সেখানে এতটাই বেশি ছিল যে আড়াই ঘণ্টায় ছয় কিলোমিটার সমুদ্রসৈকত থেকে ৩২৩ কেজি প্লাস্টিক বর্জ্য উদ্ধার হয়। উদ্ধার করা বর্জ্যের মধ্যে ছিল ফুড প্লাস্টিক, পলিথিন, প্লাস্টিক, বোতল, সিগারেট প্যাকেট, পরিত্যক্ত জাল, প্রসাধনী পণ্যের কৌটা, ই-বর্জ্য, ইত্যাদি।