December 4, 2024

সুদত্ত চাকমার বাগানে থোকাই থোকাই ঝুলছে কমলা

ঘন সবুজ পাতার ফাঁকে ফাঁকে থোকায় থোকায় ঝুলছে কমলা, ছবি তুলছেন অনেকে। দিন কতক আগে সুদত্ত চাকমা বলেন, ‘চার বছর আগে কমলার চাষ শুরু করেছি। তবে আমার উদ্দেশ্য ছিল পাহাড়ে চায়না কমলা চাষ করা। ছয় মাস আগে যখন কমলার গাছে ফুল ও ফল আসা শুরু করে, তখন এক মৌসুমের ফল বিক্রি করেন ৩ লাখ ৮০ হাজার টাকায়। এরপর গত ২১ নভেম্বর আরও এক ব্যবসায়ীর কাছে ৬ লাখ ৮০ হাজার টাকায় ফলন আসা কমলা বিক্রি করেন। স্থানীয় বাজারে চায়না কমলা বিক্রি হয় ২০০ টাকা কেজিতে।

এক মৌসুমের সুদত্ত চাকমার বাগানের কমলা কিনেছেন শান্তি চাকমা। এবার প্রায় ২১০ কোটি টাকার কমলা বিক্রি হবে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে। রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মুনিরুজ্জামান বলেন, এখানে চায়না, দার্জিলিং ও স্থানীয় জাতের কমলা চাষের উপযোগী মাটি আছে। তবে শুষ্ক মৌসুমে সেচের অসুবিধার কারণে সব স্থানে কমলা চাষ করা যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *