ইতিহাসের পাতায় বাংলাদেশের দুই সাঁতারু

সংস্থা: বাংলাদেশের দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন। দীর্ঘ ৩৭ বছর পর বাংলাদেশের দুই সাঁতারু ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার বিরল কীর্তি গড়েছেন। ইংল্যান্ড সময় মধ্যরাত আড়াইটায় ইংলিশ চ্যানেল পাড়ি দিতে নামেন তারা। শেষ পর্যন্ত ্সাগর-হিমেল সফলভাবে সাঁতার শেষ করে ইতিহাসের পাতায় নিজেদের নাম লেখাতে সক্ষম হয়েছেন।
স্বপ্ন পূরণে সাগর ও নাজমুলকে নানা প্রতিবন্ধকতা পার করতে হয়েছে। ইংলিশ চ্যানেল পাড়ি দিতে জুলাইয়ের তৃতীয় সপ্তাহে স্লট বুকিং ছিল তাদের। বৈরী আবহাওয়ার জন্য কয়েকবার সময় পিছিয়েছে। অবশেষে মঙ্গলবার ইংল্যান্ড সময় মধ্যরাতে তারা ইংলিশ চ্যানেল অভিযান শুরু করেন। ১২ ঘণ্টা সাঁতরে সফলভাবে শেষ করেন দুই বাংলাদেশি সাঁতারু। ইংলিশ চ্যানেল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক স্বীকৃতি আসতে হয়ত কিছুটা সময় লাগতে পারে।