July 1, 2025

বিশ্বে ড্রাগন ফল উৎপাদনে শীর্ষে কোন দেশ?


সংস্থা: বিশ্বব্যাপী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ড্রাগন ফল বা ‘পিতায়া’-এর চাহিদা যেমন বেড়েছে, তেমনি এই ফলের উৎপাদনেও এগিয়ে এসেছে কিছু নির্দিষ্ট দেশ। এর মধ্যে ভিয়েতনাম বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ড্রাগন ফল উৎপাদক দেশ হিসেবে শীর্ষে রয়েছে। দক্ষিণ ও মধ্যাঞ্চলীয় ভিয়েতনামের বিন থুয়ান, লং আন ও তিয়েন গিয়াং প্রদেশে এই ফলের বিস্তৃত চাষ হয়।

বর্তমানে ভিয়েতনাম প্রতিবছর ১০ লক্ষ মেট্রিক টনেরও বেশি ড্রাগন ফল উৎপাদন করে। এর মধ্যে প্রায় ৯৫% ফল শুধু বিন থুয়ান অঞ্চলেই উৎপাদিত হয়। কৃত্রিম আলো ব্যবহার করে গাছকে অফ-সিজনে ফুল ধরাতে সক্ষম হওয়ায় সারা বছর ফল উৎপাদন সম্ভব হচ্ছে দেশটিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *