সবজির দাম বাড়লেও স্বস্তি আলুতে

সংস্থা: এবার চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ মাছ। দেশি মাছের দামও বেশি। বিক্রেতারা বলছেন, নদী ও সাগরে এবার পর্যাপ্ত ইলিশ ধরা পড়ছে না। এর প্রভাবে বেশি দামেই বিক্রি হচ্ছে মাছের রাজা ইলিশ। আকার ও সাইজভেদে বিভিন্ন রকম ইলিশ বিক্রি হচ্ছে ১২০০-৩০০০ টাকা প্রতিকেজি। এছাড়া নিত্যপণ্যের বাজারে আটা, মুরগির দাম বাড়লেও কমেছে পামওয়েল রসুন ও আদার দাম। চাল, ডাল, চিনি ও ডিমের দাম অপরিবর্তিত রয়েছে।
সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার রাজধানীর কাওরান বাজার, ফকিরাপুল বাজার, মালিবাগ রেলগেট বাজার ও খিলগাঁও তালতলা সিটি করপোরেশন কাঁচা বাজার ঘুরে নিত্যপণ্যের দরদামের এসব তথ্য পাওয়া গেছে। ক্রেতারা বলছেন, সবজির দাম ঊর্ধ্বমুখী। ৮০ টাকার নিচে সবজি পাওয়া যাচ্ছে না। মানভেদে কাঁচামরিচের কেজি ২০০-৩২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এদিকে বিক্রেতারা বলছেন, এখন কম উৎপাদনের মৌসুম চলছে। এ সময় আবহাওয়ার কারণে জমিতে সবজি চাষ কম হয়। ফলে, সরবরাহও কমে যায়। এর মধ্যে অস্বাভাবিক বৃষ্টিতে অনেক এলাকার সবজিক্ষেত তলিয়ে গেছে। এ কারণে বাজারে সবজির দাম বেড়েছে। বাজারে এখন কচু ও কাঁচা পেঁপে ছাড়া আর কোনো সবজি ৮০ টাকার কমে মিলছে না।
এমনকি গ্রীষ্মের সবজি ঢ্যাঁড়শ-পটোলও বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়। এছাড়া বরবটি, বেগুন, উস্তা, চিচিঙ্গা, ঝিঙ্গার, ধুন্দল কাঁকরোলের দাম বাজারভেদে ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। মালিবাগ রেলগেট বাজারে সবজি কিনতে এসেছিলেন বেসরকারি চাকরিজীবী আকতার হোসেন। বাজারদরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পটোল ও করলা কিনলাম। দাম তুলনামূলক বেশিই মনে হয়েছে। বিক্রেতারা বাড়তি দামের জন্য বৃষ্টি-বন্যাসহ নানা কারণ বলছেন। এদিকে দাম কমেছে পামওয়েলের, প্রতিলিটার ১৫০-১৫৮, রসুন প্রতিকেজি ১৪০-২০০ এবং আদা প্রতিকেজি ১৫০-২৭০ টাকায় বিক্রি হচ্ছে খুচরা বাজারে।