সংস্থা: বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চককল্যানী এলাকায় হঠাৎ করে কাটাখালী নদীর বাঁধ ধসে পড়ায় এলাকায় জনজীবনে মারাত্মক অসুবিধা দেখা দিয়েছে। বাঁধ ধসের ফলে মানুষের চলাচল বাধাগ্রস্ত হওয়া ছাড়াও কৃষিকাজ ব্যাহত হয়েছে। বিশেষ করে শিক্ষার্থী, রোগী এবং বয়স্ক নাগরিকরা তাদের দৈনন্দিন যাতায়াতে সংকটের মুখোমুখি হয়েছেন। ফলে শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার ও হাসপাতালের যাতায়াতে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
এই সংকটময় মুহূর্তে শেরপুরের মানবিক ও তরুণ বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নিজস্ব অর্থায়নে একটি সাঁকো নির্মাণের ঘোষণা দেন। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সহযোগিতায় দীর্ঘদিনের পরিশ্রমের মাধ্যমে সাঁকোর নির্মাণ কাজ সম্পন্ন হলে এলাকাবাসীর মধ্যে স্বস্তির ছায়া নেমে আসে।
এদিকে, সুঘাট ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বিনোদপুর গ্রামের মাজেদা বেগমের(৫৫) বাড়ি নদীগর্ভে তলিয়ে যাওয়ায় তিনি খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হন। খবর পেয়ে মানবিক নেতা আসিফ সিরাজ রব্বানী তাৎক্ষণিকভাবে তার জন্য ঢেউটিন দিয়ে একটি অস্থায়ী আশ্রয় নির্মাণ করে সহায়তা প্রদান করেন।
আসিফ সিরাজ রব্বানী বলেন, "মানুষের দুর্দশা লাঘবে যা যা করতে পেরেছি করেছি। তবে এটি স্থায়ী কোনো সমাধান নয়। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি এবং দাবি করছি, দ্রুত সরকারি উদ্যোগে একটি টেকসই ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক।"