August 29, 2025

টানা বৃষ্টিতে শহর জুড়ে অসহায় ঘোরাফেরা গরিব মানুষের

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টির ফলে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। সকাল থেকে শুরু হওয়া থেমে থেমে বৃষ্টির কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক, নির্মাণ শ্রমিকসহ দিন আনা-দিন খাওয়া মানুষদের। মৌচাক মোড়ে কথা হয় রিকশাচালক জাবেদ হোসেন জানান, সকাল থেকে একটানা বৃষ্টি হচ্ছে। একটু কমে তো আবার বেড়ে যায়।

ছুটির দিনে এমনিতেই যাত্রী কম, এরপর বৃষ্টির কারণে মানুষও কম বের হচ্ছে। ছুটির দিনে কাজে বের হওয়া অনেকেই নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি। বাধ্য হয়ে অনেকেই ভিজে ভিজে কাজে বের হন। ভ্যানচালক জাহাঙ্গীর হোসেন বলেন, বর্ষাকালের বৃষ্টি লাগাতার হলেই আমদের কষ্ট বাড়ে। কোথাও জলাবদ্ধতা, আবার কোথাও যানজট। সবকিছু মিলিয়েই বাড়তি ভোগান্তিতে পড়তে হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়েই বৃষ্টি ঝরছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *