নতুন কয়েকটি কারখানা পেলো ‘পরিবেশবান্ধব কারখানা’ র স্বীকৃতি
দেশের আরেকটি কারখানা ‘পরিবেশবান্ধব কারখানা’র স্বীকৃতি পেয়েছে। নতুন স্বীকৃতি পাওয়া এই কারখানার নাম ‘কটন ফিল্ড বিডি লিমিটেড’ কারখানাটি লিডের প্লাটিনাম সনদ পেয়েছে। মালিকদের তৈরি সংগঠন দেশের তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির সূত্রে এ খবর জানা গেছে। বাংলাদেশে লিড সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা হলো ২৩০। ৯১ টি কারখানা প্লাটিনাম সনদ, ১২৪ টি গোল্ড সদন, ১০ টি সিলভার সদনপ্রাপ্ত এবং ৪টি। ২০২৪ সালে এ নিয়ে মোট ২৪টি কারখানা পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি পেয়েছে।
যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল থেকে পরিবেশবান্ধব সনদ পেয়েছে কটন ফিল্ড বিডি। এই সনদ পাওয়ার জন্য কয়েকটি শর্ত পরিপালন করতে হয়। মোট ১০০ নম্বরের মধ্যে কোনো কারখানা ৮০-এর বেশি পেলে ‘লিড প্লাটিনাম’, ৬০-৭৯ পেলে ‘লিড গোল্ড’, ৫০-৫৯ নম্বর পেলে ‘লিড সিলভার’ ও ৪০-৪৯ নম্বর পেলে ‘লিড সার্টিফায়েড’ সনদ দেওয়া হয়। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত ইউএসজিবিসি যে সনদ দেয়, তার নাম ‘লিড’। লিডের পূর্ণাঙ্গ রূপ হলো, লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন। এ সনদ পেতে প্রতিটি প্রকল্পকে ইউএসজিবিসির তত্ত্বাবধানে স্থাপনা নির্মাণের কাজ থেকে শুরু করে উৎপাদন পর্যন্ত বিভিন্ন পর্যায়ে মান রক্ষা করতে হয়।