May 10, 2025

লবন চাষের বাজারেও দেখা দিচ্ছে মন্দা

কক্সবাজারের সাগরদ্বীপ কুতুবদিয়ায় মৌসুমের প্রথম লবণ উৎপাদন শুরু হয়েছে বেশ কিছু দিন। বিগত ৪-৫ দিন ধরে পাশের উপজেলায় লবণ উৎপাদিত হচ্ছে। কয়েক হাজার একর জমিতে লবণ উৎপাদন করা হচ্ছে এবং আরও কয়েক হাযার জমিতে লবণ উৎপাদনের জন্য প্রস্তুত করা হচ্ছে। চাষিরা জানান, আগামী ১ ডিসেম্বর থেকে কুতুবদিয়ার অন্তত ৭ হাজার একর জমির শতভাগে লবণ উৎপাদিত হবে। তবে প্রতি মণ লবণ বিক্রি হচ্ছে ১৮০ টাকায়।

তাতে হতাশ চাষিরা। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের তথ্য অনুযায়ী, ১৫ নভেম্বর থেকে ১৫ এপ্রিল পর্যন্ত চলতি মৌসুমের পাঁচ মাসে ৬৯ হাজার একর জমিতে ২৬ লাখ মেট্রিক টক লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। গত বছর ৬৮ হাজার একরের বেশি জমিতে লবণ উৎপাদন হয়েছে। স্থানীয় ব্যবসায়ী সাদেকুল ইসলাম গত বছর ৩ একর জমিতে তিনি লবণ চাষ করেন প্রতি মণ লবণ বিক্রি করেন ৪০০ থেকে ৪৫০ টাকায়। কিন্তু এবছর দাম ১৮০ টাকা হওয়ায় তিনি চরম হতাশ। বিসিক লবণ উন্নয়ন প্রকল্পের মাঠ পরিদর্শক মো. ইদ্রিস আলী বলেন, আর্থিক লোকসানের কারণে চাষের পরিমাণ কমে গেলে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যাঘাত ঘটতে পারে। লবণের দাম কমে যাওয়ার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *