July 30, 2025

ঢাকা হারিয়েছে ৬০ শতাংশ জলাধার, নগরায়নের জোয়ার বেড়েছে ৭ গুণ: গবেষণা


সংস্থা: ঢাকা শহরের ৬০ শতাংশের বেশি জলাধার গত ৪৪ বছরে হারিয়ে গেছে। একই সময়ে বেড়েছে নির্মাণাধীন ভবন, সড়ক ও কংক্রিটের বিস্তার—যার পরিমাণ প্রায় সাত গুণ। একাধিক স্যাটেলাইট চিত্র, গরমের মানচিত্র ও স্থানিক বিশ্লেষণের ভিত্তিতে করা সাম্প্রতিক এক গবেষণায় এমনই ভয়াবহ চিত্র উঠে এসেছে।

‘ঢাকা উইদাউট ন্যাচার? রিথিংকিং ন্যাচারাল রাইটস লেড আরবান সাসটেইনেবিলিটি’ শীর্ষক এই গবেষণা প্রতিবেদনটি সোমবার (২৮ জুলাই) প্রকাশ করে দ্য চেঞ্জ ইনিশিয়েটিভ। এতে বলা হয়েছে, ১৯৮০ থেকে ২০২৪ সালের মধ্যে রাজধানী ঢাকায় গড় তাপমাত্রা বেড়েছে ৩–৫ ডিগ্রি সেলসিয়াস, যা বসবাসের জন্য সহনীয় পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে।

গবেষণা অনুযায়ী, ঢাকায় গাছপালা বা সবুজ এলাকার পরিমাণ কমে ২১.৬ শতাংশ থেকে ১১.৬ শতাংশে নেমে এসেছে। প্রতি ব্যক্তি মাত্র ৩.৪৪ বর্গমিটার সবুজের সুবিধা পাচ্ছেন, যেখানে আন্তর্জাতিক মানদণ্ডে ৯ বর্গমিটার হওয়া উচিত। ঢাকা দক্ষিণে (২.৩৩ বর্গমিটার) অবস্থা আরও করুণ। আদাবর, রামপুরা, কাফরুল, বংশাল ও ওয়ারি এলাকায় কার্যত গাছ বলতে কিছুই নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *