August 1, 2025

ইলিশের সরবরাহ না থাকায় কমছে মাছের দাম

ইলিশের মৌসুম চলছে, বাজারে মোটামুটি সরবরাহ থাকলেও দাম এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। বিশেষ করে বড় আকারের ইলিশ কম, বাজারে ছোট আকারের ইলিশই বেশি চোখে পড়ছে। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাইকারি বাজারে ১ কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২০০০ টাকায়। নদীর জাটকা ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১১০০ টাকায়। নদী-সাগরে যত বেশি মাছ ধরা পড়বে তত দাম কমবে। এখন মৌসুমের শুরু তাই মাছ বেশি আসছে না। যা আসছে এগুলোর মধ্যে বড় মাছ কম।

বাজারে ইলিশ কিনতে আসা ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০০ টাকা দিয়ে বড় ইলিশ কেনা অধিকাংশ মানুষের পক্ষে সম্ভব হচ্ছে না। মোটামুটি ৮০০ গ্রাম ওজনের একটা ইলিশ কিনতে গুনতে হচ্ছে ১৫০০ থেকে ১৬০০ টাকা। কেজিতে ১০০০-১২০০ টাকা ছাড়া ইলিশ কেনা সম্ভব না বলে জানিয়েছেন বেসরকারি চাকরিজীবী রবিউল হাসান বলেন, বৈরী আবহাওয়ায় অনেক জেলে সাগরে জেতে পারে না। কিন্ত আবহাওয়া ভালো হলে ইলিশ ধরা পড়ে। কিন্ত দালাল মধ্যস্বত্বভোগীদের কারণে দাম অনেক বেশি। বাজারদর নিয়ন্ত্রণ করা না গেলে শহরের মধ্যবিত্তরা জাটকা ইলিশও কিনতে পারবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *