July 31, 2025

ইউনিভার্সিটির বিভিন্ন ক্যাম্পাস থেকে প্রাণের অ্যাম্বাসেডর হলো বহু শিক্ষার্থী

দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ প্রাণ-আরএফএল এর নেক্সটজেন ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৪০ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়েছে। রাজধানীর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে ক্যাম্পাস অ্যাম্বাসেডরদের হাতে চুক্তিপত্র তুলে দেন প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল। অনুষ্ঠানে কামরুজ্জামান কামাল বলেন, ‘এ ধরনের কার্যক্রম ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে বড় ভূমিকা রাখবে। এই প্রোগ্রাম শুধু কোম্পানির প্রচার নয় বরং তরুদের শেখা, বেড়ে ওঠা এবং কর্পোরেট বাস্তবতা সম্পর্কে ধারণা অর্জনে কাজ করবে।

এই উদ্যোগের মাধ্যমে আমরা তরুণদের মধ্যে নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা এবং কর্পোরেট জগতের প্রাথমিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করতে চাই’। এ বছরই প্রথমবারের মতো আয়োজিত নেক্সটজেন ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রামের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন আয়োজন করা হয়। তিনটি ধাপে ২২টি বিশ্ববিদ্যালয় থেকে মোট ৪০ জনকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর নির্বাচিত করা হয়েছে। অ্যাম্বাসেডররা আগামী এক বছর নিজ নিজ ক্যাম্পাসে প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিনিধি হিসেবে ক্যারিয়ার সেমিনার, ওয়ার্কশপ ও প্রোমোশনাল ইভেন্টে নেতৃত্ব দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *