July 30, 2025

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাস না থাকায় ক্ষুব্ধ, বর্জন করলো বিশ্ববিদ্যালয় দিবস

সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। শনিবার বেলা ১১ টার দিকে এ কর্মসূচি পালন করেছেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ শিক্ষার্থীরা। কর্মসূচিতে অংশ নেওয়া অর্থনীতি বিভাগের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘আমাদের প্রাণের প্রতিষ্ঠান রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী। এ দিনটি অনেক আনন্দঘন হতো, যদি স্থায়ী ক্যাম্পাস থাকতো। অথচ আমরা আজ রাজপথে অবস্থান নিয়েছি। মূলত বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদনে সরকারের উদাসীনতা আমাদের আজ এখানে দাঁড় করিয়েছে।

ডিপিপি অনুমোদন না হওয়া পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন করব না।’ এর আগে ২০১৬ সালের ২৬ জুলাই জাতীয় সংসদে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইন পাস হয়। এরপর থেকে প্রতিবছর এ দিনটি ‘বিশ্ববিদ্যালয় দিবস’ হিসেবে উদ্যাপন করা হয়। তবে এবার এ দিনটিকে ঘিরে কোনো উৎসবের আয়োজন না করে আন্দোলনের পথ বেছে নেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *