December 4, 2024

শীতকে সমাদরে স্বাগতম জানাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বছরজুড়েই লেগে থাকে উৎসবের আমেজ। উত্তরের বাতাস যখন গায়ে হিম হিম অনুভূতি ছড়াতে শুরু করল, তখন কাউকে বলে দিতে হলো না, ‘শীত উৎসব’–এর সময় এসে গেছে। চারুকলা অনুষদ সাজানোর জন্য থিম ঠিক হয়েছিল কাকতাড়ুয়া, রসের হাঁড়ি ও নকশিকাঁথা। এ ছাড়া ছিল বাংলার নানা ঐতিহ্য। চারুকলার শিক্ষার্থীদের নাচ, গান ও কবিতা আবৃত্তিতে জমজমাট ছিল পুরো আয়োজন। অন্যতম আয়োজক, চারুকলার শিক্ষার্থী মো. জুনায়েদ ইসলাম বলেন, ‘এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলার সংস্কৃতিকে তুলে ধরাই ছিল উদ্দেশ্য।

সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি দর্শনার্থীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় ছিল শীত উৎসবের স্টল। যেখানে আলাদা করে নজর কাড়ে চারুকলা অনুষদের পাহাড়ি শিক্ষার্থীদের স্টল ‘পাত্তুরুতুরু’, যেখানে তাঁরা বিভিন্ন পাহাড়ি ঐতিহ্যবাহী খাবার যেমন পাজন, ব্যাম্বো চিকেন, বিনি পিদে, ইত্যাদির সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন। শীতের পিঠার একটি স্টলেও ভিড় লেগে ছিল সারা বেলা। রাতের সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আশপাশের শত শত মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *