হু হু করে বেড়ে চলেছে সবজির দাম দেশের বাজারে

সপ্তাহের ব্যবধানে ময়মনসিংহে বেশিরভাগ সবজির দাম বেড়েছে, তবে কমেছে মাছের দাম। কোনো কোনো মাছের দাম কেজিতে ১০ টাকা পর্যন্ত কমেছে। এক লাফে কেজিতে ৫০ টাকা বেড়েছে কাঁচামরিচের দাম। কাঁচামরিচ এখন ১৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অপরিবর্তিত অবস্থায় চায়না গাজর ১৪০ টাকা, ঝিঙা ৫০ টাকা, বরবটি ৫০ টাকা, শসা ৪০ টাকা, বেগুন ৫০ টাকা, পটোল ৪০ টাকা, কাঁকরোল ৫০ টাকা, টমেটো ১৪০ টাকা, মিষ্টি লাউ ২০ টাকা, কাঁচা পেঁপে ২০ টাকা, লতা ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। একই বাজারে মাছের জাত ও আকার বেধে কেজিতে দাম কমেছে ১০ টাকা।
গত সপ্তাহ তেলাপিয়া ১৭০-২৫০ টাকায় বিক্রি হলেও এখন ১৬০-২৪০ টাকায় বিক্রি হচ্ছে। অপরিবর্তিত অবস্থায় শোল ৫৪০-৮২০ টাকা, ট্যাংরা ৪৮০-৮০০ টাকা, গুলশা ৫৫০-১০০০ টাকা, টাকি ৪০০-৫৫০ টাকা, শিং ২৮০-৫৭০ টাকা, কৈ ২৩০-৩২০ টাকা, ট্যাংরা ৪৮০-৮০০ টাকা, গুলশা ৪০০-১০০০ টাকা ও পাবদা ৩২০-৪৪০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে ব্রয়লার মুরগি, কক মুরগি, ফার্মের মুরগির ডিম, দেশি মুরগির ডিম, খাসির মাংস ও গরুর মাংস অপরিবর্তিত অবস্থায় বিক্রি হলেও হাঁসের ডিম হালিতে ৫ টাকা বেড়েছে। মাছ বিক্রেতা লিটন মিয়া বলেন, ‘মাছের দাম কেজিতে ১০ টাকা কমেছে। সরবরাহ আরও বাড়লে দাম আরও কমে আসবে। ভালো বেচাকেনা হওয়ায় আমরা খুশি। দামে ক্রেতারা অসন্তুষ্ট হয়েছে বলে আমার মনে হয় না। কারণ, মাছ প্রচুর বিক্রি হচ্ছে।’