ওমানে সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশি নিহত

এজেন্সি: মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতজনের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নে বলে জানা গেছে।
বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে দেশটির দুকুম সিদরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মোট ১০ জন প্রাণ হারান বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতরা সবাই সাগরে মাছ ধরতে গিয়েছিলেন। ফেরার পথে তাদের বহনকারী প্রাইভেটকারটি দুর্ঘটনায় পড়ে। গাড়িটিতে মোট ১১ জন ছিলেন, যার মধ্যে ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে সাতজন সন্দ্বীপের বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে।