November 21, 2024

ফের চালু হচ্ছে ঢাকা নগর পরিবহন, যেদিন থেকে শুরু

এজেন্সি: ঢাকাবাসীর নগরজীবনে এক আফসোসের নাম গণপরিবহন।  বিভিন্ন সময়ে এ খাতকে  যতবারই যাত্রীবান্ধব, সুশৃঙ্খল করার যত উদ্যোগ নেয়া হয়েছে তার সবই প্রায় ব্যর্থ হয়েছে। এমনই একটি ব্যর্থ উদ্যোগ রুট রেশনালাইজেশন নামে ঢাকা নগর পরিবহনের বাস চালু। নগরবাসীর জন্য আশার খবর,  অন্তর্বর্তী সরকারের উদ্দে্যাগে আবারো হাতে নেয়া হচ্ছে এই প্রকল্প। 

২০২১ সালে এটি চালু হয় ঘাটারচর থেকে কাচপুর পর্যন্ত। পরিকল্পনায় ছিলো তিন বছরের মধ্যে এমন বাস চলবে ঢাকার সবকটি রুটে। তবে বাস্তবতা হলো বিগত সরকারের উদাসীনতা আর বাস মালিক সমিতির অসহযোগীতায় মুখ থুবড়ে পড়ে সেই উদ্যোগ।


এ বিষয়ে গণপরিবহন বিশেষজ্ঞ ড. এম শামসুল হক বলেন, এই জায়গাগুলোয় রাজনৈতিক দৃঢ় প্রত্যয় লাগবে যেটা মেয়ররা করতে পারতেন, কিন্তু তারা সেদিকে যাননি। তারা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ৪ শতাংশ সুদে ৪ হাজার কোটি টাকার প্রজেক্ট বানিয়ে চলে গিয়েছিলেন। এই প্রজেক্ট সফল হবে না যেনেও তারা এটা করেছিলো।

বাস রুট রেশনালাইজেশনের প্রকল্প পরিচালক ধ্রুব আলম বলেন, তৎকালীন যারা ছিলেন মালিক সমিতি বা এই প্রজেক্টের সাথে সম্পৃক্ত তাদের সবার সদিচ্ছার অভাবেই সফল হয়নি এই প্রজেক্ট।

তবে সুসংবাদ হলো, সরকার পরিবর্তন হওয়ায় আবার নড়েচড়ে বসেছে ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। বাস্তবসম্মত করা হচ্ছে বাস রুট রেশনালাইজেশন প্রকল্পকে। প্রথম পর্যায়ের ব্যর্থতার পর নতুন সরকারের সময়ে বাস রুট রেশনালাইজেশনের সফলতা নিয়ে আশাবাদী ডিটিসিএ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *