বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
সংস্থা: আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে কুঁচকিতে চোট পেয়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত। এজন্য আফগানদের বিপক্ষে আজ (১১ নভেম্বর) সিরিজের শেষ ম্যাচে খেলা হয়নি তার।
এদিকে শান্তকে নিয়ে লাল-সবুজ শিবিরে আরো বড় দুঃসংবাদ। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজও খেলা হচ্ছে না তার। সোমবার (১১ নভেম্বর) এক বিবৃতিতে এমন তথ্যই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও খেলতে পারবেন না শান্ত।
বিবৃতিতে দেবাশীষ চৌধুরী বলেন, ‘শারজায় গতকাল শান্তর (নাজমুল) এমআরআই হয়েছে। আমরা দলের স্ক্যান রিপোর্ট পেয়েছি। কুঁচকিতে তিনি গ্রেড টু পর্যায়ের টান পেয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। সেরে উঠতে নির্দিষ্ট সময় বিশ্রাম ও পুনর্বাসনের মধ্যে থাকতে হবে। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে থেকে তিনি ছিটকে পড়েছেন এবং ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজেও তাকে পাওয়া যাবে না। দুই সপ্তাহ পর আমরা পরিস্থিতি পুর্নমূল্যায়ন করব। পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যেতে তিনি আরব আমিরাত থেকে দেশে ফিরবেন।’