December 17, 2025

সোনারগাঁওয়ে চৈতী ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ

এজেন্সি: সোনারগাঁওয়ের চৈতী ইন্ডাস্ট্রিয়াল পার্কে হাইড্রোজেন পার অক্সাইড নামক দাহ্য রাসায়নিকের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ৩টার দিকে উপজেলার টিপরদীতে অবস্থিত চৈতী কম্পোজিট ইন্ডাস্ট্রিয়াল পার্কের ২ নম্বর গেটসংলগ্ন এলাকায় সামুদা কেমিক্যালের একটি কনটেইনার থেকে হাইড্রোজেন পার অক্সাইড লোড করার সময় অতিরিক্ত চাপ সৃষ্টি হলে বিস্ফোরণ ঘটে।

ঘটনার পর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট টানা দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণের ধাক্কায় কারখানার প্রায় ৯ হাজার শ্রমিকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ির সময় কয়েকজন কর্মী আহত হন বলে জানান চৈতী কম্পোজিটের সুইং অপারেটর সানাউল্লাহ মিয়া। তিনি বলেন, বিস্ফোরণের পর হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমরা কয়েকজন পড়ে গিয়ে আহত হই। পরে সব ইউনিট শ্রমিকদের ছুটি দিয়ে দেয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ওসমান গনি বলেন, হাইড্রোজেন পার অক্সাইড লোড করার সময় ওভারলোড হওয়ায় বিস্ফোরণ ঘটে। তিনি আরো জানান, বিস্ফোরক রাসায়নিক সংরক্ষণ ও ব্যবহারের ক্ষেত্রে যথাযথ নিরাপত্তা পদ্ধতি অনুসরণ না করার সম্ভাবনা রয়েছে। যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে বলেও তিনি জানান।

চৈতী ইন্ডাস্ট্রিয়াল পার্কের জেনারেল ম্যানেজার মিজানুর রহমান বলেন, বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সব ইউনিটে শ্রমিকদের ছুটি ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *