September 13, 2025

তানজিদ ও লিটনের উন্নতি, শীর্ষে রাজা


এজেন্সি: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় উন্নতি হয়েছে বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান এবং অধিনায়ক লিটন দাসের। তানজিদ আট ধাপ এবং লিটন এক ধাপ এগিয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) পুরুষ ক্রিকেটারদের সাপ্তাহিক র‌্যাংকিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

নেদারল্যান্ডসের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে যথাক্রমে- ২৯ এবং অপরাজিত ৫৪ রান করেন তানজিদ। ফলে ব্যাটারদের র‌্যাংকিংয়ে ৮ ধাপ এগিয়ে ৫৬২ রেটিং নিয়ে ৩৬তম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি। ব্যাটারদের র‌্যাংকিংয়ে বাংলাদেশের পক্ষে শীর্ষে আছেন তানজিদই।

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে অপরাজিত ৫৪ রান করার পর দ্বিতীয় ম্যাচে অনবদ্য ১৮ রান করেন লিটন। এতে এক ধাপ এগিয়ে ৫৩৯ রেটিং নিয়ে ৪৭তম স্থানে আছেন তিনি। তানজিদ ও লিটন ছাড়া বাংলাদেশের আর কোনও ব্যাটারের উন্নতি হয়নি। দুই ম্যাচে ব্যাটিং না পাওয়ায় তাওহিদ হৃদয়ের ৬ ধাপ এবং জাকের আলির ৪ ধাপ অবনতি হয়েছে। হৃদয় ৪৮ এবং জাকের ৬৩তম স্থানে অবস্থান করছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *