July 1, 2025

খাদ্যের বাজেট বাড়ছে সাধারণ মানুষের কথা ভেবে

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং খাদ্য মজুত ও বিতরণ ব্যবস্থা সুসংহত করতে আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে খাদ্য খাতে বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। বর্তমান সরকার খাদ্য নিরাপত্তার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে, কোনো পরিস্থিতিতেই যাতে খাদ্যের সংকট তৈরি না হয়, সরকার সব সময় সে চেষ্টা চালাচ্ছে। এরই মধ্যে চলতি অর্থবছরের সংশোধিত বাজাটে খাদ্য খাতের বরাদ্দ প্রস্তাবিত বাজেটের তুলনায় অনেক বাড়ানো হয়েছে। তে নিম্ন আয়ের মানুষ কিছুটা চাপে রয়েছে।

সাধারণ মানুষকে স্বস্তি দিতে আগামী অর্থবছরে মূল্যস্ফীতি কমানোর ওপর বিশেষ গুরুত্ব দিয়ে বাজেট তৈরি করা হচ্ছে। চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল মাত্র ১১৯ কোটি টাকা। ফলে আগামী অর্থবছরে এ খাতে বরাদ্দ বাড়ছে ৯৮১ কোটি টাকা বা ৯ দশমিক ২৪ গুণ। অবশ্য চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে খাদ্য খাতের বরাদ্দ বাড়িয়ে ১ হাজার ৮ কোটি টাকা করা হয়েছিল। এ হিসাবেও চলতি অর্থবছরের তুলনায় আগামী অর্থবছরে খাদ্য খাতে বরাদ্দ বাড়ছে। নতুন অর্থবছরে সাধারণ ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়ের সীমা সাড়ে ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *