August 30, 2025

বৃষ্টির পর আগামী কাল থেকে রোদের মুখ দেখবে ঢাকা

গত ১৬ এপ্রিল মৌসুমের সর্বোচ্চ ৩১ মিলিমিটার বৃষ্টি হয়। এছাড়াও রোববার ২ মিলিমিটার বৃষ্টি হয়। বুধবার রাজধানীতে সামান্য বৃষ্টি হয়েছে। বৃষ্টির পর থেকে এখনো ঢাকার আকাশে মেঘের আনাগোনা রয়েছে। সন্ধ্যার আগে ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনাও আছে। এখন কালবৈশাখীর প্রভাবে আকাশে মেঘের সঞ্চার রয়েছে। দমকা হাওয়া বইছে বিভিন্ন জায়গায়। আগামীকাল থেকে এমন অবস্থা থাকবে না। তবে আকাশ একদম মেঘমুক্ত থাকবে না। মঙ্গলবার ঢাকার আকাশে মাঝে মাঝে মেঘের আনাগোনা থাকতে পারে। কাল তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে খুব বেশি গরমের সম্ভাবনা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *