জনপ্রিয় পাকিস্তানি ব্যান্ড ‘কাবিশ’- এর আসার পথ চেয়ে উৎসাহি জনতা
এই প্রথমবারের মতো ঢাকায় গান গাইতে আসছে জনপ্রিয় পাকিস্তানি ব্যান্ড ‘কাবিশ’। ‘বাচপান’, ‘তেরে পেয়ার মে’-এর মতো গানে পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারত, বাংলাদেশের শ্রোতাদের কাছেও পরিচিত এই ব্যান্ডটি। প্রথমবার সরাসরি এই ব্যান্ডটিকে দেখতে মুখিয়ে আছে বাংলাদেশ। অনেকের মনেই দ্বন্ধ সত্যিই কি কাবিশ আসবে ঢাকায়। ব্যান্ডের প্রতিনিধি আদিল আওয়ান গতকাল রোববার রাতে সুত্র মারফত জানান, কাবিশ ঢাকায় গাইতে আসছে। কনসার্টটি আয়োজন করছে ব্লু ব্রিক কমিউনিকেশন। এর আগে ‘ঢাকা রেট্রো’ কনসার্টটিও আয়োজন করেছে তারা।
এই বছরের শেষ ভাগে অথবা আগামী বছরের জানুয়ারির মধ্যেই কনসার্টটি আয়োজনের পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের। আগামী ৮ ডিসেম্বর দুবাইয়ে কোক স্টুডিও লাইভ কনসার্টে গাইবে ব্যান্ড কাবিশ। সাথে থাকবেন আবদুল হান্নান, কাইফি খলিল ১৯৯৮ সালে নির্মিত হয় এই সেমি ক্ল্যাসিক্যাল ব্যান্ড কাবিশ।