September 13, 2025

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমবে গরম

সংস্থা: রাজধানীতে বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদ্প্তর। তবে সারা দেশে বৃষ্টির প্রবণতা তেমনভাবে না বাড়লেও দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার (১০ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির। তিনি গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) থেকে দেশে বৃষ্টিপাত কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে, তবে তা খুব বেশি নয়। বিশেষ করে আজ দুপুরের পর বা সন্ধ্যার দিকে ঢাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের ৫১টি পর্যবেক্ষণাগারের মধ্যে ২২টিতে বৃষ্টির রেকর্ড পাওয়া গেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৫২ মিলিমিটার। ঢাকায় এ সময় বৃষ্টিপাতের পরিমাণ ছিল এক মিলিমিটারেরও কম।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গা ও নওগাঁর বদলগাছীতে, ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *