August 30, 2025

টানা বৃষ্টিতে জেরবার হয়ে যাচ্ছে খুলনা বাসীর নিত্য জীবন

টানা বৃষ্টিতে খুলনা নগরীর বিভিন্ন সড়ক, অলিগলি তলিয়ে গেছে। বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও সিটি করপোরেশনের দৃশ্যমান কোনো কার্যক্রম না থাকায় এমন জলাবদ্ধতা বলে অভিযোগ নগরবাসীর। নগরবাসীর অভিযোগ, অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কে বর্ষা হলেই হাঁটুপানি জমে। আর এখন বর্ষাকালে প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে। জলাবদ্ধতায় যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। যানজটের কারণে স্কুল, কলেজ কিংবা কর্মস্থলে সময়মতো যাওয়া সম্ভব হচ্ছে না। অনেক এলাকার ব্যবসা প্রতিষ্ঠানে পানি উঠে মালপত্রও নষ্ট হচ্ছে। খুলনা সিটি করপোরেশন এলাকায় প্রায় ১৫ লাখ মানুষের বসবাস।

যাতায়াতের জন্য সড়ক রয়েছে প্রায় ১ হাজার ২১৫টি। পানি নিষ্কাশনের জন্য খাল রয়েছে ১৩টি। ড্রেন ও খাল সংরক্ষণ ও জলাবদ্ধতা নিরসনে ২০১৮-১৯ অর্থবছরে সিটি করপোরেশন ৮২৩ কোটি টাকা ব্যয়ে ড্রেন নির্মাণ ও ৬৬০ কোটি টাকা ব্যয়ে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত ও উন্নয়নে কাজ শুরু করে। খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, জলাবদ্ধতা খুলনা নগরীর দীর্ঘদিনের সমস্যা। জলাবদ্ধতা এ বছর দ্বিগুণ মাত্রার রূপ ধারণ করেছে। খুলনা সিটি করপোরেশনের কোনো দীর্ঘমেয়াদি পরিকল্পনা না থাকা এবং দূরদর্শিতার অভাবে জলাবদ্ধতা এখন নগরবাসীর নিত্যসঙ্গী। খুলনা সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসনে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। জলাবদ্ধতার সমস্যা নিরসনে সিটি করপোরেশনকে আরও উদ্যোগী হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *