পার্বত্য চট্টগ্রামে উঁকি দিচ্ছে চিতা বাঘের ভয়

দেশের এক-দশমাংশ ভূমি নিয়ে তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। এবার পার্বত্য জেলার সংরক্ষিত বনে চিতা বাঘের দেখা মিলেছে। বন্যপ্রাণী গবেষণাবিষয়ক সংস্থা ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স এ তথ্য জানিয়েছে। পার্বত্য চট্টগ্রামের একটি দুর্গম সংরক্ষিত বনে চিতা বাঘটির দেখা গেছে বলে নিশ্চিত করেছেন সংস্থাটির কর্মকর্তারা।
তবে আগেও পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত বনে চিতা বাঘের দেখা মিলে বলে জানিয়েছেন সিসিএ-র প্রধান নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার সিজার। তিনি বলেন, আমরা বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছি। পার্বত্য অঞ্চলের সংরক্ষিত বনে ভালুকও পেয়েছি। চিতা বাঘের ছবিটি জুন মাসের ক্যামেরায় ধরা পড়ে। এক মাস আগে থেকে এ ক্যামেরা সেখানে ট্র্যাপ করা হয়।