August 29, 2025

সুন্দরবন স্কয়ার মার্কেটে ধরা পড়ছে অবৈধ দোকান

হঠাৎই আগুন লাগে রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে। গত শনিবার লাগা এই আগুন ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। এই মার্কেটে শুধু অবৈধ দোকানই রয়েছে ৫১৩টি বেশি। তিন বছর আগেই ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। এসব অবৈধ দোকান বসিয়ে হাজার কোটি টাকার রমরমা বাণিজ্যেরও অভিযোগ রয়েছে প্রভাবশালীদের বিরুদ্ধে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মালিকানাধীন বাণিজ্যিক এই মার্কেটটি চারতলা বিশিষ্ট। এর ওপর অবৈধভাবে নির্মাণ করা হয়েছে আরও একতলা। যেখানে সারিবদ্ধভাবে তৈরি করা হয়েছে প্রায় ৩০০ দোকান। পার্কিংয়ের জায়গায়ও শত শত দোকান গড়ে ওঠে।

অভিযোগ রয়েছে, একেক করে সব অবৈধ দোকান বিক্রি করে হাজার কোটি টাকা হাতিয়ে নেন তারা। বর্তমান প্রশাসনও নীরব ভূমিকা পালন করছে। অথচ আজ মার্কেটটির অবৈধ অংশে আগুন লেগেছে। ভাগ্য ভালো এ আগুন অন্য তলায় ছড়িয়ে পড়েনি। দ্রুত সময়ের মধ্যে অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে হবে। সম্প্রতি ওই মার্কেট পরিদর্শন করে অবৈধ দোকানপাটের একটি তালিকা তৈরি করেছে ডিএসসিসির রাজস্ব বিভাগ। এ বিভাগের সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরিদর্শনে সুন্দরবনের নিচতলায় ৯৯টি, দ্বিতীয় তলায় ৪১টি, তৃতীয় তলায় ৩৭টি, চতুর্থ তলায় ৩৬টি এবং পঞ্চম তলায় ৩০০টি অবৈধ দোকান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *