October 13, 2025

নারকেল তেলের সঙ্গে যেসব উপাদান মেশালে চুল হবে লম্বা

এজেন্সি: চুল নিয়ে আক্ষেপের যেন শেষ নেই। খুশকি, রুক্ষতা, ঝরে পড়া, আগা ফাটা—সমস্যা লেগেই আছে। চুলের সমস্যা দূর করতে নারকেল তেল, শ্যাম্পু, হার্বাল প্যাক কত কিছুই না ব্যবহার করছেন। তবু চুল বাড়ার নাম নেই। আসলে চুলের বৃদ্ধির জন্য কেবল নারকেল তেল যথেষ্ট নয়। এতে সম্পূর্ণ পুষ্টি পায় না চুল। এজন্য নারকেল তেলে আরও কিছু উপাদান মেশাতে হবে। এ তেলের সঙ্গে কোন কোন উপাদান মেশালে চুলের বৃদ্ধি দ্রুত হবে, চলুন জানা যাক- 

চুলের বৃদ্ধিতে পেঁয়াজের রসের বিকল্প কমই আছে। তবে শুধু পেঁয়াজের রস না মেখে, নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিতে পারেন। পেঁয়াজের রসে আছে সালফার যা চুলের জন্য প্রয়োজনীয় কেরাটিন বাড়াতে সাহায্য করে। নারকেল তেলে পেঁয়াজের রস মিশিয়ে ব্যবহার করলে চুল পড়া কমে। নতুন চুলও গজায়।

ক্যাস্টর অয়েল

নতুন চুল বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা রাখে ক্যাস্টর অয়েল। এছাড়া ক্যাস্টর অয়েলে আছে রাইসিনোলিয়েক অ্যাসিড যা চুলের জন্য উপকারি।। ক্যাস্টর অয়েলের অ্যান্টি ব্যাকটেরিযাস উপাদান মাথার ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। নারকেল তেলের সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে মাসাজ করলে চুলের গোড়া মজবুত হয়।

কারিপাতা

কারিপাতায় আছে অ্যান্টি-অক্সিড্যান্ট, বিটা ক্যারোটিন, প্রোটিনের মতো উপাদান। এসব উপাদান নতুন চুল গজাতে সাহায্য করে। এছাড়া রুক্ষ চুল, ডগা ফাটার মতো সমস্যা দূর করতে কার্যকরী ভূমিকা রাখে কারিপাতা। তবে শুধু কারিপাতা মাখলে চলবে না। নারকেল তেলে কারিপাতা ফুটিয়ে মাথায় ম্যাসেজ করুন। তাহলেই মিলবে বেশি উপকার।

মেথি

প্রোটিন, আয়রন, নিকোটিনিক অ্যাসিডের মতো উপকারি সব উপাদান আছে মেথিতে। চুল মসৃণ, কোমল ও লম্বা করতে মেথির জুড়ি মেলা ভার। মেথির দানা গুঁড়ো করে নারকেল তেলে মিশিয়ে মাখতে পারেন। মেথির দানা পানিতে ভিজিয়ে নারকেল তেল মিশিয়েও চুলে মাখতে পারেন। উপকার পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *