বৃষ্টি বিগড়ে দিতে পারে দেশের সিরিজ জয়ের লড়াই

বাংলাদেশের জন্য এমন অভিজ্ঞতা কম। গত ১০ বছরে তিন ম্যাচ সিরিজে প্রথমটিতে হারের পর বাংলাদেশ সিরিজ জিতেছে মাত্র ১টি। আজ শ্রীলঙ্কার বিপক্ষে সংখ্যাটা এক থেকে দুইয়ে নেওয়ার সুযোগ বাংলাদেশ দলের সামনে। তাই আজ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তবে পাল্লেকেলেতে এ ম্যাচে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। বিকেলে পাল্লেকেলেতে আবহাওয়া থাকবে উষ্ণ ও আর্দ্র। তাপমাত্রা থাকবে প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস, তবে বাস্তবে অনুভূত হবে ৩৫ ডিগ্রি।
এদিন আকাশে ৭০ শতাংশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা আছে। এর আগে গত অক্টোবরে শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো রান তাড়া করা দলগুলো এখানে তুলনামূলক বেশি সফল। মানে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উইকেট ব্যাটিংয়ের জন্য আরও সহজ হয়ে ওঠে। আজ বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন আসতে পারে। কলম্বোর দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করতে গিয়ে ঊরুর মাংসপেশিতে চোট পেয়েছিলেন নাজমুল হোসেন।