রাজশাহীতে উর্ধ মুখী চালের দাম স্বস্তি পাচ্ছে না সাধারণ মানুষ

রাজশাহীতে সপ্তাহের ব্যবধানে প্রকার ভেদে ২-৩ টাকা দাম বেড়েছে চালের দাম। কোরবানির ঈদের পর থেকে কেজিতে ৫-৬ টাকা দাম বেড়েছে। সকালে রাজশাহী মহানগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, চালের আড়তগুলোতে সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে চালের দাম কেজিতে ২-৩ টাকা বেড়েছে। বাজারের খুচরা চাল বিক্রেতা হুমায়ন আলী জানান, চালের দাম খুচরা বাজারেও কেজিতে ২-৩ টাকা বেড়েছে। সাহেব বাজারে চাল কিনতে আসা মিনহাজুল ইসলাম বলেন, ঈদের পর থেকে চালের দাম বাড়ছে। রাজশাহী নগরীর সবজি বিক্রেতা মুরশেদ আলী বলেন, সবজির দাম আগের মতোই আছে। দাম বাড়েনি। আগের দামেই বেশি বিক্রি হচ্ছে। সবজি কিনতে আসা আবু সুফিয়ান বলেন, বাজারে চালের দাম বেশি হলেও সবজির দাম কম। তবে সব থেকে বেশি কমেছে মুরগির দাম। কিন্তু চালের দামে স্বস্তি নেই।