ঘরের এসিটির নিন সঠিক যত্ন

গরমে অফিস, বাড়িতে এসি ব্যবহার করেন অনেকেই, অনেকে আবার নতুন এসি কিনতে চাচ্ছেন। এসি ব্যবহারের সবচেয়ে বড় দুশ্চিন্তা হচ্ছে বিদ্যুৎ খরচ। তবে আপনি যদি এসি ব্যবহারে সতর্ক হোন তাহলে এসি বিস্ফোরণের মতো দুর্ঘটনা সহজে এড়াতে পারবেন, ছোট ছোট কিছু বিষয় মেনে চললে নিরাপদে এসি ব্যবহার করা যাবে। যদি কেউ এসি ব্যবহার করতে শুরু করেন, তাহলে তার নিয়মিত এর ফিল্টার পরিষ্কার করা উচিত। সেটা নিজে না করতে পারলে এসি মেকানিককে ডাকতে হবে। ঘরের তাপমাত্রা শিমলার মতো বরফ-শীতল না হলেও চলবে। মোটামুটি স্বস্তিদায়ক শীতল এক তাপমাত্রা বজায় রাখলেই হলো।
তাই এসির তাপমাত্রা ২৪-২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সেট করতে হবে। ২৪ ডিগ্রির তুলনায় কম তাপমাত্রায় এসি রাখা ঠিক নয়। অতিরিক্ত গরমের মধ্যে রাতের পাশাপাশি দিনের বেলাতেও এসি চলতে থাকে। এই পরিস্থিতিতে সময়ে সময়ে এসি সার্ভিসিং করতে থাকা গুরুত্বপূর্ণ। এসি চালানোর পাশাপাশি ঘরে সঠিক বায়ু চলাচল বজায় রাখা আবশ্যক। এটা ঠিক যে, ঘর বেশি খোলামেলা রাখলে ঠান্ডা হতে চায় না, তবে ঘরে এত বেশি ঠাসাঠাসিও করা উচিত নয়, যা দমবন্ধকর পরিস্থিতি তৈরি করে।