June 18, 2025

সবজির সাথে সাথে মাংসের বাজারেও ফিরছে হাল

বরিশালে কয়েকদিন ধরে সবজির দাম সাধারণের নাগালের মধ্যে রয়েছে। গত এক সপ্তাহ ধরে স্থিতিশীল রয়েছে সবজির বাজার। তবে আগের তুলনায় কিছুটা কমেছে ব্রয়লার মুরগি ও সোনালি মুরগির দাম। পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, শসা গত সপ্তাহ থেকে ১৫-২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি বরবটি ২০-২৫ টাকা, সজনে ৫০-৬০ টাকা, ঢেঁড়স ১০-১৫ টাকা, কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০-২৫ টাকা। এদিকে ব্রয়লার মুরগি গত সপ্তাহে ১৭০-১৮০ টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৬০-১৭০ টাকায়।

সোনালি মুরগি গত সপ্তাহে ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে ২৬০-২৮০ টাকায় বিক্রি হচ্ছে। জেলার সবজির পাইকারি বাজার বহুমুখী সিটি মার্কেটের দুলাল বানিজ্যালয়ের মালিক মো. শুভ জানান, বেশ কিছু দিন ধরে সবজির দাম সাধারণের নাগালের মধ্যে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *