October 15, 2025

পল্লী উন্নয়ন একাডেমি ক্যাম্পাস সেজে রয়েছে বাহারি ফুলের রঙে

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি ক্যাম্পাসে প্রবেশ করতেই প্রাকৃতিক মনোরম পরিবেশে মন ভরে যায়। চারদিকে সবুজের সমারোহ সব প্রকৃতিপ্রেমীকে আকৃষ্ট করে। বর্তমানে বার্ডের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে রংবেরঙের বাহারি ফুল। শীতের এই মৌসুমে পুরো বার্ড ক্যাম্পাসই সেজেছে বাহারি ফুলের রঙে। বার্ডের প্রতিটি বাগানেই নানা রঙের ফুলের সমারোহ। বার্ডের লালমাই ও ময়নামতী মিলনায়তনের পাশের বাগানগুলোও সেজেছে বাহারি ফুলে। সবচেয়ে বড় বাগানটি দেখা গেছে আখতার হামিদ খান গ্রন্থাগারের পাশে। এসব ফুলবাগানের মধ্যে রয়েছে সাদা, লাল, গোলাপি, হলুদ, কমলাসহ অন্তত ১০ রঙের গোলাপ।

রয়েছে হাজারি জাতের গোলাপও, এই জাতের গোলাপে এক গাছে অনেক ফুল ধরে। এ ছাড়া রয়েছে কাঠগোলাপও। শিউলি, সূর্যমুখী, গাঁদা, ইনকা গাঁদা, ডালিয়া, জারুল ছাড়াও রয়েছে বিরল প্রজাতির মনোমুগ্ধকর কাঁঠালচাঁপা। বার্ড ক্যাম্পাসে রয়েছে হাসনাহেনা ফুলও। কুমিল্লা নগর থেকে বার্ডে ঘুরতে যাওয়া শাহনাজ পারভীন বলেন, ‘কয়েক দিন আগে একবার এসেছিলাম। ফুলগুলো যা সুন্দর! গোলাপগুলো অনেক বড় বড়। ইচ্ছা করেছিল ছিঁড়ে নিয়ে আসি। কিন্তু ফুল তো গাছেই সুন্দর, তাই আর হাত দিইনি। শুধু ছবি তুলেছি। আজ আবারও এসেছি ফুলগুলো দেখতে। ফুলের সমারোহ ও সৌন্দর্য দেখে আমি মুগ্ধ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *