July 14, 2025

এই বৃষ্টিতে ব্রিজ ভেঙে বিপাকে গ্রামবাসী

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বা‌রোমা‌সিয়া নদীর ওপর ২২০ ফুট দৈ‌র্ঘের এক‌মাত্র বাঁশের সাঁকো ভেঙে পড়েছে। এতে চরম দু‌র্ভোগে পড়েছেন দুই পাড়ের তিন ইউনিয়নের আট গ্রামের কয়েক হাজার মানুষ। উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী এলাকায় নবিউলের ঘাট বা আমিন মেম্বারের ঘাট নামে পরিচিত এলাকায় বা‌রোমা‌সিয়া নদী পারাপারের জন‌্য ২২০ ফুট লম্বা এক‌টি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়। এটি আট গ্রামের মানুষের চলাচলের একমাত্র সড়ক।

ওই এলাকার আমেনা বেগম আক্ষেপ ক‌রে ব‌লেন, দীর্ঘদিন ধ‌রে নদীর ওপর তৈ‌রি করা বা‌শেঁর সাঁকো দি‌য়ে পারাপার হ‌চ্ছি। তবুও এখা‌নে একটা ব্রিজ হলো না। এখন সেই সাঁকোটিও ভে‌ঙে গে‌লো, সে‌টিও ঠিক হ‌চ্ছে না। ফুলবা‌ড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা জানান, সরেজমিন পরিদর্শন করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানা‌নো হ‌য়ে‌ছে। বরাদ্দ এলে সেখানে একটি বাঁশের সাঁকো তৈ‌রি ক‌রে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *