July 14, 2025

প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তরুণদের পছন্দ CPA ও অ্যাফিলিয়েট মার্কেটিং


সংস্থা: তরুণ সমাজের কর্মসংস্থানে প্রযুক্তিনির্ভর বিকল্প বর্তমান সময়ে বাংলাদেশে তরুণ প্রজন্মের একটি বড় অংশ চাকরির পেছনে না ছুটে ঝুঁকছে অনলাইনভিত্তিক স্বাধীন পেশার দিকে। প্রযুক্তির হাত ধরে তারা গড়ে তুলছে নতুন ধরনের কর্মজীবন। এর মধ্যে সর্বাধিক জনপ্রিয় হয়ে উঠেছে CPA (Cost Per Action) এবং অ্যাফিলিয়েট মার্কেটিং।

অনলাইন মার্কেটিংয়ের নতুন রূপ এই দুটি প্ল্যাটফর্মে কাজ করে ঘরে বসেই মাসে হাজার ডলার পর্যন্ত আয় করছেন দেশের তরুণরা। মূলত CPA মার্কেটিংয়ে ব্যবহারকারী একটি নির্দিষ্ট কাজ করলে (যেমন ইমেইল সাবমিট, অ্যাপ ডাউনলোড) মার্কেটার কমিশন পান। অন্যদিকে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে পণ্য বা সেবা বিক্রির মাধ্যমে লভ্যাংশ পাওয়া যায

বাংলাদেশে বাড়ছে সক্রিয় ফ্রিল্যান্সারের সংখ্যা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এক পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে প্রায় ৫০ হাজারেরও বেশি তরুণ এই খাতে সক্রিয়ভাবে কাজ করছেন। জনপ্রিয় আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোর মধ্যে রয়েছে MaxBounty, CPALead, CPAgrip, Amazon Associates, ClickBank, ShareASale প্রভৃতি।

নিজে শেখা, ঘরে বসে আয় ঢাকার মেহেদী হাসান নামের এক তরুণ বলেন, “আমি ২০২৩ সাল থেকে MaxBounty-তে কাজ করছি। মাসে গড়ে প্রায় ১২০০ ডলার আয় করি। এটা আমার প্রধান পেশা হয়ে দাঁড়িয়েছে।”

ডিজিটাল মার্কেটিংয়ে বিশাল আয়ের সুযোগ ২০২৪ সালে Statista প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিকভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং শিল্পের আকার বর্তমানে ১৪ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। বাংলাদেশের তরুণদের অংশগ্রহণ বাড়লে এখান থেকে বৈদেশিক আয়ের একটি বড় উৎস তৈরি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *