August 1, 2025

সরকারি কাজের বিল না ছাড়াই বন্ধ হয়েছে কাজ

বিল না পেয়ে সব উন্নয়ন কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের ঠিকাদাররা। ২০ জুলাই নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে কাজ বন্ধের ঘোষণা দেন তারা। এরপর আজ সকাল থেকেই তারা কাজ বন্ধ রেখেছেন। ১৫ ঠিকাদারের প্রায় ১০০ কোটি টাকা আটকে আছে, ২০ জুলাই আমরা সংবাদ সম্মেলন করে বিল ছাড় করার জন্য অনুরোধ জানিয়েছিলাম।

এরপরও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। আমাদের সঙ্গে আলোচনারও প্রয়োজন বোধ করেনি। এ বিষয়ে মোবাইলে কথা বলবেন না বলে জানিয়েছেন রাসিকের সচিব রুমানা আফরোজ। তবে রাজশাহী সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আহমদ আল মঈন বলেন, কাজ বন্ধ করার কোনো সুযোগ নাই। আমরা শুনেছি তারা কাজ বন্ধ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *