গাছের মেলায় ফুরফুরে আনন্দ উৎসব দেশে

শুরু হয়েছে এবারের জাতীয় বৃক্ষমেলা। বাংলাদেশ বন অধিদপ্তরের উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সংলগ্ন মাঠে বুধবার থেকে শুরু হয় এই মেলা। বিভিন্ন ফুল ও ফলদ গাছের পাশাপাশি পাওয়া যাচ্ছে নানা জাতের ওষুধি ও বনজ গাছ। ফল গাছের মধ্যে আম, জাম লিচু, কাঁঠাল, আনারস, জামরুল, আমলকী, পেয়ারা, আতা, শরীফা ইত্যাদি দেশি প্রজাতির পাশাপাশি বিদেশি প্রজাতির আপেল, আঙুর, কমলা প্রভৃতি গাছের চারা রয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। আর ফুল গাছের ক্ষেত্রে মেলায় পাওয়া যাচ্ছে রজনিগন্ধা থেকে শুরু করে দেশি ও বিদেশি গোলাপ, শিউলি, গাঁদা, জুঁই, হাসনাহেনা, ক্যাকটাস প্রভৃতি প্রজাতির গাছের চারা। অনেক পরিবেশবাদী সংগঠন ও গাছ কিনে নেন। ঢাকায় যারা ছাদ বাগান করে তাদের কেউ কেউ ৫০ থেকে লাখ টাকার গাছ কিনেন।