ফরিদপুরের ভাঙা রাস্তা মানুষকে রেখেছে আতঙ্কের মধ্যে

ফরিদপুর-ভাঙ্গা মহাসড়ক যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। ফরিদপুরের রাজবাড়ী রাস্তার মোড় থেকে ভাঙ্গা পর্যন্ত প্রায় ৩২ কিলোমিটার সড়কজুড়ে অসংখ্য খানাখন্দ তৈরি হয়েছে। পদ্মা সেতু চালুর পর সড়কের ওপর যানবাহনের চাপ বহুগুণ বাড়লেও এটি চার লেনে উন্নীত করার প্রস্তাবনা এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি। বাখুণ্ডায় প্রায় ২০০ মিটার, মহিলা রোড এলাকায় ৩০০ মিটার এবং তালমা মোড়ে ১০০ মিটার অংশে দুর্ভোগের শেষ নেই। ফলে যানবাহন চলাচলের জন্য চরম বিপজ্জনক হয়ে উঠেছে সড়কটি।
আলী হোসেন মাতুব্বর নামের আরেক চালক বলেন, ‘ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৮০ কিলোমিটার পথ পাড়ি দিতে যেখানে দেড় ঘণ্টা লাগে, সেখানে ভাঙ্গা গোল চত্বর থেকে ফরিদপুরের রাজবাড়ী রাস্তার মোড় পর্যন্ত ৩২ কিলোমিটার পথ যেতে প্রায় সময় লাগে দুই ঘণ্টা। সড়কের অবস্থা চরম বেহাল। ধীরগতিতে গাড়ি চালাতে হয়। উল্টে যাওয়ার ঝুঁকি তো আছেই।’ ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহরাব হোসেন বলেন, চার লেন প্রকল্পের ভূমি অধিগ্রহণের কাজ স্বাভাবিক গতিতেই চলছে। এটি সময়সাপেক্ষ ব্যাপার। তারপরও ভূমি অধিগ্রহণের কাজের অগ্রগতির জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।