June 30, 2025

বন্ধের পর ফের বন্দরে মাল খালাসের তৎপরতা

এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহারের পর চট্টগ্রাম কাস্টমসে পুরোদমে কর্মচাঞ্চল্য শুরু হয়েছে। বন্দরেও পুরোদমে চলছে কনটেইনার অপারেশন। এতে বিল অব এন্ট্রি, বিল অব এক্সপোর্ট এবং শুল্কায়ন শুরু হয় কাস্টমসে। এতে বেসরকারি অফডকগুলোতে সৃষ্ট অচলাবস্থা দূর হয়। স্বাভাবিক সময়ে আমদানি ও রপ্তানিপণ্য মিলে প্রতিদিন গড়ে প্রায় ৭ হাজার বিল অব এন্ট্রি ও বিল অব এক্সপোর্ট দাখিল হয় চট্টগ্রাম কাস্টমসে। যে কারণে সোমবার কাস্টমস খুললেও জমে থাকা ফাইলগুলোর শুল্কায়ন বিলম্বিত হচ্ছে।

বেসরকারি কনটেইনার ডিপো মালিকদের সংগঠন বিকডার মহাসচিব মোহাম্মদ রুহুল আমিন সিকদার বলেন, রোববার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে কাস্টমস কর্মকর্তারা ডিপোগুলোতে কাজ শুরু করেছেন। বন্দরের যে তিনটি গেইট দিয়ে ডিপোগুলোতে কনটেইনার আনা-নেওয়া হয় সেগুলোতে কাস্টমস কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। এনবিআর কর্মকর্তাদের কর্মসূচি প্রত্যাহারের পর তারা কাজে যোগ দিয়েছেন। সোমবার সকাল থেকে পুরোদমে বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *