October 15, 2025

সত্যজিৎ রায়- এর বাড়ি নিয়ে চলছে বিভ্রান্তি

ময়মনসিংহ শহরের হরিকিশোর রায় রোডে অবস্থিত পরিত্যক্ত যে বাড়িটি ভাঙা হচ্ছে, সেটি ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ও সাহিত্যিক সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের প্রাচীন বাড়ি বলে কয়েকটি গণমাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য প্রকাশ করা হয়েছে। এ ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে ভাঙার কাজ বন্ধ করার দিনই জেলা প্রশাসকের কার্যালয়ে নগরীর বিশিষ্টজনদের সঙ্গে জেলা প্রশাসক মুফিদুল আলম এক জরুরি সভা করেন। সভায় ব্যক্তিবর্গ কঠোরচিত্তে বলেন, এটি কখনো সত্যজিৎ রায় বা তার পূর্বপুরুষদের বাড়ি না বা তারা কখনো এই বাড়িতে ছিলেন না।

বিশিষ্ট শিক্ষক ও প্রত্নতাত্ত্বিক গবেষক স্বপন ধর বলেন, ভাঙা ভবনটি বাহাদুর রনদা প্রসাদ সাহার অস্থায়ী বাড়ি ছিল। প্রত্নতাত্ত্বিক দিক থেকে এই বাড়ি ভাঙা উচিত হয়নি। এই জেলায় ৩২০টি ঐতিহাসিক স্থাপত্যের মধ্যে ৪০টি স্থাপত্যের অস্তিত্ব এখন আর নেই। দীর্ঘদিন জেলা শিশু অ্যাকাডেমির কার্যালয় হিসেবে ব্যবহৃত হওয়ার পর ২০১৪ সালে বাড়িটি ঝুঁকিপূর্ণ ও ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। এরপর একাডেমি ময়মনসিংহ শহরের অন্যত্র ভাড়া করা স্থানে কার্যক্রম চালায় এবং পুরোনো বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *