মেলায় আকর্ষণ ঘোড়দৌড়, দলে দলে যোগ দিচ্ছে মানুষ ও

টাঙ্গাইলে ঈদ আনন্দকে বাড়িয়ে দিতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় ও গাছ বেয়ে উঠা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঈদের দ্বিতীয় দিন রোববার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার বড় বেলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতা হয়েছে। এছাড়া যেমন খুশি তেমন সাজোও প্রতিযোগিতা হয়। এ উপলক্ষে স্কুল মাঠের আঙ্গিনায় মেলা বসে। মেলায় হরেক রকমের পণ্য নিয়ে পসরা সাজিয়ে বসেন দোকানিরা।
গোড়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারেক মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ। দর্শনার্থী লাকি আক্তার বলেন, এমন আয়োজন দেখে অনেক আনন্দ পেয়েছি। আমি দড়ি লাফ, মেয়ে ও ছেলেদের দৌড়, সাইকেল এবং মোটরসাইকেল খেলা দেখলাম। সব মিলিয়ে খুব ভালো লেগেছে। ঈদের আনন্দের মাত্রা বাড়িয়ে দিতে এমন আয়োজন প্রশংসনীয়। আশা করছি এমন আয়োজন অব্যাহত থাকবে। প্রতিটি ওয়ার্ডে এমন আয়োজন করা হবে।