তিন দিনের বৃষ্টির পর দেশ জুড়ে বইছে চরম তাপ প্রবাহ

ঈদের আগে থেকে টানা কয়েকদিন বৃষ্টি হয়েছে। এরপর ঈদের দিনেও এমনকি পরপর আরও দুই দিন বৃষ্টি অব্যাহত ছিল। তাপপ্রবাহ অব্যাহত রয়েছে এবং দেশের ৩৬ জেলার উপর দিয়ে বইছে মৃদু তাপপ্রবাহ। জানা গেছে, ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, চাঁদপুর, ফেনী, পটুয়াখালী জেলাসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।