দৌড়ে দৌড়ে বাড়ছে করোনা, মেট্রোতে মাস্ক হচ্ছে বাধ্যতামূলক

দেশে আবারও করোনাভাইরাসের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। গতকাল সারাদেশে ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ঈদুল আজহার ছুটির পর রাজধানীমুখী যাত্রীদের জন্য রেলপথ মন্ত্রণালয়ও মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশে করোনা সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক পরার পরামর্শ দিয়েছে।