ফের ঢাকার রাস্তায় দেখা যাচ্ছে ঘর ফিরতি মানুষের ভিড়

ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীতে ফেরা মানুষের চাপ গত কয়েক দিনের তুলনায় বেড়েছে, প্রতিটি বাসেই যাত্রী পূর্ণ। এবার ঈদের পরে দীর্ঘ ছুটি থাকায় ঈদের পর তিনদিন পর্যন্ত ঢাকায় ফেরা যাত্রীদের চাপ দেখা যায়নি। বাস থেকে নেমে বেশিরভাগ যাত্রীই রাজধানীর বিভিন্ন গন্তব্যে নির্বিঘ্নে পৌঁছাতেও পারছেন।
কারণ সহজেই মিলছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা, ভাড়ায় চালিত মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন। গত ৭ জুন দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে এবার সরকারি কর্মচারীরা টানা ১০ দিন ছুটি পাচ্ছেন।