শেয়ার বাজারে অনেক ব্যাঙ্কের ই কমছে মুনাফা

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে রূপালী ব্যাংকের মুনাফা কমেছে। তবে আয় কমলেও ব্যাংকটির নগদ অর্থ প্রবাহ বেড়েছে। রূপালী ব্যাংক লিমিটেড চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে রূপালী ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি আয় হয়েছে মাত্র শূন্য দশমিক শূন্য ৭ টাকা, যেখানে গত বছরের একই সময়ে তা ছিল শূন্য দশমিক ৪২ টাকা। জানুয়ারি-জুন ২০২৫ সময়ে ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত নেট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ১৩৯ দশমিক ১১ টাকা।
গত কয়েক বছরে রূপালী ব্যাংক নগদ লভ্যাংশ দেয়নি। কোম্পানিটি ২০২৩ সালে ৫ শতাংশ স্টক ও ২০২১ সালে ২ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে। সম্প্রতি সরকার সিদ্ধান্ত নিয়েছে, রূপালী ব্যাংককে দেওয়া ৭০০ কোটি টাকার পুনর্ভরণ সহায়তা শেয়ারে রূপান্তরিত হচ্ছে। ফলে সরকারের নতুন শেয়ার ইস্যুর পর ব্যাংকটির প্রায় ৯৫ শতাংশ শেয়ারের মালিকানা চলে যাবে সরকারের হাতে।