June 18, 2025

বৃষ্টি বজ্রের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস

ঢাকাসহ দেশের ১৩ জেলার কিছু জায়গায় আজ সোমবার দুপুর সোয়া ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। বজ্রপাতের আশঙ্কা থাকায় এসব এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলার কিছু স্থানে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

বজ্রপাত চলাকালীন ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রপাতের একাধিক শব্দের মধ্যে সর্বশেষ যে শব্দটি শোনা যাবে, সেই সময় থেকে কমপক্ষে ৩০ মিনিট ঘরেই থাকতে হবে। হাওর অঞ্চলের জেলাগুলোতে বজ্রপাত ও বৃষ্টির আশঙ্কার কথা বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *