শাকিল নয়া পালক যোগ করলো বাংলাদেশের গর্বে

কক্সবাজার থেকে প্রায় ১ হাজার ৩৭২ কিলোমিটার পথ হেঁটে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয়ে বিশ্ব রেকর্ড করা ইকরামুল হাসান শাকিলকে নিয়ে উচ্ছ্বসিত তার পরিবার ও এলাকাবাসী। এতে এলাকার মানুষের মধ্যে বইছে আনন্দের বন্যা। শাকিলের মা তাদের অশ্রুসিক্ত চোখে শাকিলের নানা গল্প শোনান। ৩১ বছর বয়সী শাকিলের জন্ম কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা গ্রামে। এ গ্রামেই শাকিলের বেড়ে ওঠা।
শাকিলের সফলতার খবর শুনে তিনি অশ্রুসিক্ত হয়ে পড়েন আত্মীয়রা। বিশ্বে সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়িয়েছেন ছোট্ট গ্রামের সেই বাসিন্দা শাকিল। শাকিলের ‘সি টু সামিট’ অভিযানের আয়োজক বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। টাইটেল স্পন্সর দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ।