June 18, 2025

কারিগরি শিক্ষায় বেশি বেশি মনোনিবেশের কথা প্রচার করা হচ্ছে

যুব সমাজকে কারিগরি শিক্ষার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন। সাখাওয়াত হোসেন বলেন, বর্তমানে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে গবেষণা বাড়ছে। সরকারি গবেষণায় বিশ্ববিদ্যালয়গুলোকে সম্পৃক্ত করতে হবে।

তিনি শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শ্রম মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা উল্লেখ করেন, যা শ্রম অধিকার ও প্রশিক্ষণে ভূমিকা রাখবে। অনুষ্ঠানে শিখো’র প্রতিষ্ঠাতা, শেয়ারট্রিপের সিইও, বিডি জবসের প্রধান এবং লেদারগুডস অ্যাসোসিয়েশনের সভাপতি কর্মসংস্থান, প্রযুক্তি ও স্বাস্থ্য খাতের উন্নয়নে তাদের মতামত তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *